রেড ক্রস ও রেড ক্রিসেন্ট’র ইতিহাস রেড ক্রস/রেড ক্রিসেন্ট একটি বিশ্বব্যাপী সেবামূলক প্রতিষ্ঠান৷ বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা তথা যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘবই রেড ক্রস/রেড ক্রিসেন্ট’র মূল লক্ষ৷ ১৮৬৩ সালের ৯ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের নাগরিক জীন্ হেনরী ডুনান্ট, অন্য চার জন সদস্য নিয়ে ‘কমিটি অফ ফাইভ’ গঠন করেন৷ এই কমিটি ১৮৬৩ সালের ২৬ অক্টোবর ১৬টি দেশের প্রতিনিধি নিয়ে জেনেভায় প্রথম আনত্মর্জাতিক সম্মেলন আহ্বান করেন৷ উক্ত সম্মেলনে জীন্ হেনরী ডুনান্টের মহতী প্রস্তাবসমূহ গৃহীত হয় এবং এর পরিপ্রেক্ষিতে রেড ক্রস প্রতিষ্ঠা লাভ করে৷ মুসলিম বিশ্বে এটি রেড ক্রিসেন্ট নামে পরিচিত৷
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তান রেড ক্রস সোসাইটির পূর্ব পাকিস্তান ব্রাঞ্চ বাংলাদেশের জাতীয় সোসাইটি হিসেবে আত্মপ্রকাশ করে এবং ২০ ডিসেম্বর, ১৯৭১ সালে বাংলাদেশ সরকারের নিকট স্বীকৃতি লাভের জন্য আবেদন করে৷ ৪ জানুয়ারি, ১৯৭২ সালে বাংলাদেশ সরকারের এক আদেশের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রস সোসাইটি গঠিত হয়৷ ৩১ মার্চ, ১৯৭৩ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ রেড ক্রস সোসাইটি আদেশ, ১৯৭৩ (পিও-২৬) জারি করেন৷ এই আদেশ বলে ১৬ ডিসেম্বর, ১৯৭১ সাল থেকে বাংলাদেশ রেড ক্রস সোসাইটি স্বীকৃতি লাভ করে৷ ২০ সেপ্টেম্বর, ১৯৭৩ সালে আন্তর্জাতিক রেড ক্রসের তেহরান সম্মেলনে বাংলাদেশ রেড ক্রস সোসাইটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে৷ ৪ এপ্রিল, ১৯৮৮ সালে রাষ্ট্রপতির আদেশ বলে ‘বাংলাদেশ রেডক্রস সোসাইটি’র নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’ করা হয়৷
শিক্ষার্থীদের মননশীলতা বৃদ্ধি ও আর্ত-মানবতার সেবায় নিয়োজিত রাখার উদ্দেশ্যে শিক্ষার পাশাপাশি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, কাপ্তাই-এ বাংলাদেশ রেড ক্রস সোসাইটির কার্যক্রম অত্যান্ত গুরুত্ত্বের সাথে পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রেড ক্রিসেন্টে নিযুক্ত শিক্ষকদের তালিকা:ist of Teachers engaged to Rec Crescent
ক্রমিক | দায়িত্বপ্রাপ্ত শিক্ষক | পদবী | মোবাইল |
---|---|---|---|
০১. | |||
০২. |