শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক সহায়তা প্রদান ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা সমুন্নত রাখতে অ্যাকাডেমিক কাউন্সিল তথা শিক্ষা পরিষদ প্রতিষ্ঠানে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। প্রতিষ্ঠান প্রধান তথা অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষবৃন্দ এবং প্রতিটি টেকনোলজির বিভাগীয় প্রধানগণের সমন্বয়ে অ্যাকাডেমিক কাউন্সিল গঠিত। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মৌলিক নীতিমালা ও নির্দেশনার বাস্তবায়ন এবং সে লক্ষ্যে প্রাতিষ্ঠানিক পলিসি প্রণয়ন, শিক্ষার জন্য সর্বোত্তম পরিবেশ নিশ্চিতকরণ এবং সে লক্ষ্যে আইনসঙ্গত শৃঙ্খলামূলক পদক্ষেপ গ্রহণ, এবং প্রাতিষ্ঠানিক শিখন-প্রশিক্ষণ কার্যক্রমের উন্নয়ন ও সমন্বয় সাধনে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণে অ্যাকাডেমিক কাউন্সিল দায়িত্বপ্রাপ্ত ও পূর্ণাঙ্গ ক্ষমতার অধিকারী।