Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ মার্চ ২০২৫

এক নজরে

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) বাংলাদেশের একটি বিখ্যাত এবং সুপরিচিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এটি সুইডিশ-পাকিস্তান ইনস্টিটিউট অফ টেকনোলজি হিসাবে সুইডিশ সরকারের উদ্যোগে ১৯৬২ সালে রাঙ্গামাটি পার্বত্য অঞ্চলের অধীনে কাপ্তাইতে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের অভ্যুদয়ের পর প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট রাখা হয়। প্রতিষ্ঠানটির ক্যাম্পাস এলাকা প্রায় ৩০.৯৫ একর । বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) হলো কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সরকারি প্রতিষ্ঠান যেখানে একাডেমিক কার্যক্রম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) দ্বারা নিয়ন্ত্রিত হয়। উক্ত প্রতিষ্ঠানটি ৪ বছরের (৮ সেমিস্টার) ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করে। এছাড়া বিভিন্ন সময়ে সরকার কর্তৃক অনুমোদিত প্রকল্পের মাধ্যমে ও কারিগরি শিক্ষা বোর্ডের তত্বাবধানে ৩ মাস ও ৬ মাস শর্টকোর্স প্রদান করা হয়। এখানে রয়েছে দক্ষ প্রশিক্ষকবৃন্দ এবং আধুনিক যন্ত্রপাতি সহ ওয়ার্কশপ ও ল্যাবরেটরি। বর্তমানে প্রায় ২২০০ শিক্ষার্থী এখন এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে অধ্যয়ন করছে।