Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ মার্চ ২০২৫

অটোমোবাইল টেকনোলজি পরিচিতি

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর ছয় (০৬) ‍টি টেকনোলজির মধ্য অন্যতম একটি টেকনোলজি হলো অটোমোবাইল টেকনোলজি। বাংলাদেশে দুইটি সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটে আটোমোবাইল টেকনোলজি রয়েছে। এর মধ্যে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট একটি।

 

সার্টিফিকেট বৃত্তান্ত:

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত প্রবিধান-২০২২ অনুসারে অটোমোবাইল টেকনোলজির সার্টিফিকেটকে মেকানিক্যাল টেকনোলজির সমমান করা হয়েছে। এর ফলে একজন শিক্ষার্থী অটোমোবাইল স্পেশালাইজ হিসাবে মেকানিক্যাল টেকনোলজির সনদ পত্র অর্জন করবে। ফলস্বরুপ একজন অটোমোইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এর জন্য অটোমোবাইল সেক্টরের পাশাপাশি মেকানিক্যাল সেক্টরে ও কাজের সুযোগ সৃষ্টি হয়েছে।

 

টেকনোলজি পরিচিতিঃ

অটোমোবাইল টেকনোলজি একটি মোটরযান সংক্রান্ত প্রযুক্তি বিদ্যা। এই টেকনোলজিতে মোটরযান এর গঠন, ডিজাইন, আধুনিকায়ন, নতুন প্রযুক্তি সন্নিবেশন ও মেরামতসহ মোটরযান সংক্রান্ত সকল খুটিনাটি বিষয় সম্পর্কে তাত্ত্বিক ও ব্যাবহারীক পাঠদান করা হয়। বর্তমান বিশ্বে মোটরযান শিল্পের ব্যাপক প্রসারের সাথে সংগতি রেখে বাংলাদেশে ও মোটরযান শিল্পের প্রসার লাভ করেছে। ফলে আটোমোবাইল টেকনোলজিতে পড়াশুনার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রতিষ্ঠালগ্ন (১৯৬৩সাল) হতে অটোমোবাইল টেকনোলজি এর কোর্স চলমান রয়েছে।

 

অবস্থানঃ

রাঙ্গামাটিস্থ কাপ্তাই উপজেলার নেভি রোড সংলগ্ন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর প্রধান গেইট হতে সোজা উত্তর পূর্ব কর্নারের শেষ প্রান্তে। অধ্যক্ষ মহোদয়ের অফিস কক্ষের সোজা উত্তর পাশে অটোমোবাইল টেকনোলজি অবস্থিত ।